ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কমিটি ঘোষণার পরেই ইডেন কলেজ ছাত্রলীগে বিশৃঙ্খলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ১৪, ২০২২
কমিটি ঘোষণার পরেই ইডেন কলেজ ছাত্রলীগে বিশৃঙ্খলা

ঢাকা: কমিটি ঘোষণার পরপরই নিজেদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ মে) তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, কমিটিতে পদপ্রত্যাশীরা শীর্ষ পদে আসতে না পারায় তাদের বিক্ষুব্ধ অনুসারীরা রাতে সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। নতুন কমিটিতে পদপ্রাপ্তদের বিরুদ্ধে বিবাহিত, বিতর্কিত হিসেবে অভিযোগ তুলে স্লোগান দেয় তারা। এসময় বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।