ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র উদ্যোগে ‘গেইম অব ব্রেইন্স’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ১৭, ২০২২
‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র উদ্যোগে ‘গেইম অব ব্রেইন্স’

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র উদ্যোগে ‘গেইম অব ব্রেইন্স’ প্রতিযোগিতার সিজন-৩ শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতাটি শুরু হবে বুধবার (১ জুন)।



সোমবার (১৬ মে) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. আবু কাউসার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গেইম অব ব্রেইন্স হচ্ছে একটি বিজ্ঞানভিত্তিক অনলাইন প্রবলেম সলভিং প্রতিযোগিতা। আগামী ১ জুন এই প্রতিযোগিতার সিজন ৩ শুরু হবে। স্কুল লেভেল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

তিনি আরো বলেন, আগামী ৩১ মে রাত ১১টা ৩৯ মিনিট পর্যন্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে। ১০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ অংশগ্রহণকারীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, জেলার নাম ও পেমেন্ট ট্রানজেকশন আইডি লিখে সংগঠনের অনলাইন পেজের পোস্টে কমেন্ট করতে হবে। কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে প্রতিযোগীর রেজিস্ট্রেশন নং জানিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলি জানতে https://www.facebook.com/128230900582098/posts/7460642434007538/ লিংকে ক্লিক করুন।  
রেজিস্ট্রেশন ফি নিম্নোক্ত নাম্বারে জমা দিতে হবে। বিকাশ: 01307761913
রকেট: 015215633358

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।