ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির গ ইউনিটের পরীক্ষা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ৩, ২০২২
ঢাবির গ ইউনিটের পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুন) ঢাকা ও সাত বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলবে বেলা ১১ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত।

বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে আবেদন করেছে ৩০ হাজার ৬৯৩ জন। আসন সংখ্যা ৯৩০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১ টা ১৫ মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঢাকার বাইরের কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসকেবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।