ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে ১৫ হাজার থেকে সহকারী শিক্ষক হবেন ৫০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুন ৩, ২০২২
হবিগঞ্জে ১৫ হাজার থেকে সহকারী শিক্ষক হবেন ৫০০ জন

হবিগঞ্জ: সারাদেশে প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার হবিগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপে পরীক্ষায় বসেছেন ৭ হাজার ২৩০ জন তরুণ-তরুণী। জেলার ১৫টি কেন্দ্রে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন তারা।

এর আগে ২০ মে প্রথম ধাপে ৭ হাজার ২৩০ জন নিয়োগ প্রত্যাশী পরীক্ষা দিয়েছিলেন। এনিয়ে পরীক্ষায় বসেছেন মোট ১৫ হাজার ৫০৮ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, জেলায় ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫০টি সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে। তবে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা ২৭৮ জন সহকারী শিক্ষক এ পদগুলোতে নিয়োগ না দেওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেছেন। তাই এই ২৭৮টি পদ ছাড়া বাকি প্রায় ৫০০ পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

হবিগঞ্জ জেলা সহকারী প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা বাংলানিউজকে জানিয়েছেন, জেলায় ১৫ হাজার ৫০৮ জন নিয়োগ প্রত্যাশী থেকে প্রায় ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তরুণ-তরুণীরা নিয়োগের পরবর্তী প্রক্রিয়া মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০৩, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ