ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৭ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২২
ঢাবির ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৭ শতাংশ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩০৮ জন শিক্ষার্থী অর্থাৎ উপস্থিতির হার ৯৭ শতাংশ।

শুক্রবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষাভবন বি এবং ই’ তে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩০৮জন অর্থাৎ ৯৭ শতাংশ। অনুপস্থিত ১১ জন অর্থাৎ ৩ শতাংশ। পরীক্ষায় ভর্তি সংক্রান্ত কোন সমস্যা হয়নি।

এরআগে বেলা সাড়ে ১১টায় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এদিকে আগামী শনিবার (৪ জুন) খ- ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ক- ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ঘ-ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) চ- ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ