ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২২
রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাবির বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৯৭ দশমিক ৭ শতাংশ।  

রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আজকের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ২১৯ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৫০ জন। অনুপস্থিত ছিল ১৬৯ জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা ২.৩ শতাংশ।

জানা যায়, পরীক্ষায় এমসিকিউ ও লিখিত মিলে ১০০ নম্বরের পরীক্ষা হয়। ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। এমসিকিউয়ের জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটে ১৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। শনিবার (১১ জুন) ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৬১২৮ জন ও সর্বশেষ ১৭ জুন ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৫৩৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ