ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ৪, ২০২২
বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

কক্সবাজার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষা দিয়ে এটি সম্ভব নয়।

তাই বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

শনিবার (০৪ মে ) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে মেরিন রিসার্চ হ্যাচারি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। এই হ্যাচারিতে মালয়েশিয়ার কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা দেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এখানে যৌথভাবে কাজ করবেন বলে জানান দীপু মনি।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী সিভাসুর কক্সবাজার ক্যাম্পাসের কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে যান। এ সময় সিভাসুর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৪ জুন, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ