ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সরকারি পিসি কলেজে আবাসিক হলের শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ৬, ২০২২
সরকারি পিসি কলেজে আবাসিক হলের শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাট: বৃষ্টিতে জলাবদ্ধতাসহ নানা সমস্যা নিরসনের দাবিতে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের কামাক্ষ্যচরণ হলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।  

সোমবার ( ৬ জুন) দুপুরে পিসি কলেজের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে হলের অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-দীর্ঘদিন ধরে হলের বিদ্যুৎ সংযোগ সমস্যার সমাধান, ডাইনিংয়ে পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা করা, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, বন্ধ থাকা সংস্কার কাজ চালু করা, স্থায়ী বাবুর্চির ব্যবস্থা করা, বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া।  

স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী অভিষেক রায় বলেন, দীর্ঘদিন ধরে আমাদের হলে একাধিক সমস্যা বিরাজমান। বিদ্যুতের সমস্যার জন্য পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। বর্তমানে বাবুর্চি চলে যাওয়ায় এখন না খেয়ে থাকতে হচ্ছে।

প্লাবন নামে অপর এক শিক্ষার্থী বলেন, হল তত্ত্বাবধায়ক স্যারের মাধ্যমে বার বার অধ্যক্ষ স্যারের কাছে আবেদন করলেও আমাদের হলের সব সুযোগ সুবিধা বন্ধ রাখা হয়েছে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।

সবুজ সানা বলেন, হলের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তারপরেও নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ব্যয়বহুল সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেকবার আবেদন করেও প্রতিকার না পাওয়ায় আমরা আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।  

হল তত্ত্বাবধায়ক ও কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার সরদার বলেন, প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীরা টাকা না দেওয়ায় আমরা চাইলেওসংস্কার কাজ করতে পারছি না। কিছু শিক্ষার্থী মাত্র ৬ মাসের টাকা দিয়েছে। টাকা চাইলে তারা বিভিন্ন টালবাহানা করে। তারপরেও আমরা সংকট নিরসনের চেষ্টা করছি।  

সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান বলেন,  বাংলাদেশের সব সরকারি কলেজের নিয়ম হচ্ছে হল চলবে শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা টাকাও দেবে না, আবার আন্দোলনও করবে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।  

আবাসিক শিক্ষার্থীদের বার বার সুযোগ দেওয়া স্বত্ত্বেও তারা টাকা না দিয়ে অনৈতিক সুবিধা দাবি করে আসছে। অনেক বহিরাগতও হলে অবস্থানকরছে। হলে অবস্থানরত যারা তাদের ছাত্রত্বের পরিচয় নিশ্চিত করতে পারবে না এবং যারা হল ফি পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ