ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষক উৎপল হত্যার ঘটনায় উত্তপ্ত হচ্ছে সাভার এলাকার শিক্ষাঙ্গণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
শিক্ষক উৎপল হত্যার ঘটনায় উত্তপ্ত হচ্ছে সাভার এলাকার শিক্ষাঙ্গণ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

 

মঙ্গলবার (২৮ জুন) সকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের পাশে থাকা আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামে।  

একই সময় উপজেলা পরিষদের সামনে আন্দোলন করেন সাভার ও আশুলিয়া স্বাধীনতা শিক্ষক পরিষদ।

আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা মামলার প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ ৬ দফা দাবি করেন। এছাড়া দাবি আদায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে বিক্ষোভ র‍্যালিসহ গণসংযোগ করছেন তারা।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবিগুলো হলো- মামলার প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার, অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার, প্রধান আসামি ওই ছাত্রের পলাতক পরিবারের সদস্যদের আইনের আওতায় আনা, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ও বাইরের শিক্ষার্থীদের মধ্যকার ভেদাভেদ দূর করতে আইন প্রণয়ন এবং কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।  

শিক্ষক শিক্ষার্থীরা হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘আমরা ন্যায় বিচার চাই’, ‘শিক্ষক হত্যার বিচার চাই’, ‘কিশোর অপরাধ দমন হোক’, ‘হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু বলে ছাড় পাবে কেন মস্ত অপরাধ/ যুবক হলে এরাই গড়ে দুর্নীতির বাঁধ’- স্লোগান সম্বলিত পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করেন।

মিছিল নিয়ে তারা স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবি আদায়ে তাদের সঙ্গে ওই প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার লক্ষ্যে গণসংযোগ করেন।

দশম শ্রেণির শিক্ষার্থী মো. আবু মুসা বলেন, শুনেছি এর আগেও জিতু (অভিযুক্ত শিক্ষার্থী) বাসার সামনে একজনকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিলো। শিক্ষককে যে এভাবে মারতে পারে সে তো আমাদেরকেও মেরে ফেলতে পারে। উৎপল স্যার খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি আমাদের গুরুজন। তাকে হত্যা করা হলো, কিন্তু অপরাধীরা এখনো গ্রেফতার হলো না। আমরা চাই দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিকে গ্রেফতার করতে সম্ভাব্য বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে৷

ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিদশর্ক (কলেজ) মো. রবিউল আলম বলেন, আমরা আজ চেয়ারম্যান স্যারের নির্দেশে প্রতিষ্ঠানটিতে ঘটে যাওয়া বিষয়ে পর্যবেক্ষণ করতে এসেছিলাম। এ ঘটনায় মামলাও হয়েছে, আমরা আশা করছি দ্রুত আসামি গ্রেফতার হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ২৮ জুন, ২০২২
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।