ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

করোনায় আর স্কুল বন্ধের কথা ভাবা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
করোনায় আর স্কুল বন্ধের কথা ভাবা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

ঢাকা: করোনা সংক্রমণ বাড়লেও আপাতত স্কুল বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ জুলাই) নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ১২ বছরের কম বয়সী যারা আছে তাদের টিকা কবে থেকে শুরু করতে পারবো, সেটা নিয়ে কথা বলছি। তাদের টিকা দেওয়ার ওপর নির্ভর করবে। আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ভাবছি না। সেটা পরিস্থিতি অনুযায়ী হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ