ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি প্রথম বর্ষের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি প্রথম বর্ষের ফল প্রকাশ

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ও এলএলবি প্রথম বর্ষের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) এসব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট চার লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী দুই লাখ ৩৭ হাজার ১২৭ জন তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। সন্ধ্যা ৭টা থেকে এসএমএস’র মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space>Roll No লিখে 16222 নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

এছাড়া এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১১৭ জন। পাসের হার ৭৬ দশমিক ৩ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ