ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির হল খুলবে শুক্রবার, ক্লাস শুরু রোববার

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
ইবির হল খুলবে শুক্রবার, ক্লাস শুরু রোববার

ইবি: পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।  

একইসঙ্গে শনিবার (১৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও রোববার (১৭ জুলাই) থেকে একাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে।

 

ক্লাস-পরীক্ষা থাকায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

এর আগে, ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।  

এছাড়া ২ জুলাই সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।