ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির ইংরেজি বিভাগের নতুন সভাপতি ড. রাসিদুজ্জামান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
ইবির ইংরেজি বিভাগের নতুন সভাপতি ড. রাসিদুজ্জামান অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

সোমবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ্য, ইংরেজি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহা. মেহের আলী সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ায় ১৬ জুলাই থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১সই সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামানকে ১৭ জুলাই থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইংরেজি বিভাগের সভাপতি হিসেবে ভাইস-চ্যান্সেলর নিয়োগ প্রদান করেছেন।

এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধাপ্রাপ্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।