ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিনেট অধিবেশন ২৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিনেট অধিবেশন ২৩ জুলাই

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন শনিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে।  

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে সকাল ১১টায় সিনেট অধিবেশন শুরু হবে।

 
এতে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।  

কোভিড-১৯ এর কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এবার স্বাস্থ্যবিধি মেনে সিনেট অধিবেশন সরাসরি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।

সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।