ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবে জবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বিদ্যুৎ সাশ্রয় করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। আগামী একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

 

রোববার (২৩ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পৃথিবীব্যাপী জ্বালানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আর এ সংকট রয়েছে বাংলাদেশও। তাই প্রধানমন্ত্রী কর্তৃক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যে নির্দেশনা এসেছে, তা বাস্তবায়নেই আমরা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। অফলাইনের পাশাপাশি সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবো আমরা।

জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পেট্রোল, ওয়েল ও গ্যাস, জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের ৮০ ভাগ ব্যয় করা যাবে এবং বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। তারই অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।