ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু এবং পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান।

বাংলানিউজকে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬২ হাজার ৮৩৮ ভর্তিচ্ছুর মধ্যে পাস করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। চার শিফটে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যে প্রথম শিফটে সর্বোচ্চ ৮৭.৫৫, দ্বিতীয় শিফটে ৯২.৭৫, তৃতীয় শিফটে ৮৪.০৫ এবং চতুর্থ শিফটে ৮৩.৪০ নম্বর পেয়ে শিফটভিত্তিক প্রথম হয়েছেন।

ফলাফল দেখবেন যেভাবে
প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি (https://admission.ru.ac.bd/undergraduate/) লিংকে প্রবেশ করেও ফলাফল দেখা যাবে। পরে Admission Result মেন্যুতে Unit Name অপশনে শিক্ষার্থীদের রোল নম্বর দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল, পজিশন, প্রাপ্ত নম্বর ও সাক্ষাতের তারিখ দেখতে পারবেন।

এর আগে, গত ২৫ জুলাই চার শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৬৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।