ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি: শাবিপ্রবিতে চলছে ‘বি’ ইউনিটের পরীক্ষা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
গুচ্ছ ভর্তি: শাবিপ্রবিতে চলছে ‘বি’ ইউনিটের পরীক্ষা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত কলা অনুষদ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। একাডেমিক ভবন গুলোর মধ্যে রয়েছে শিক্ষা ভবন এ, সি, ডি, ই। এতে অংশ ২ হাজার ২৩১জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষার বিষয়ে শাবিপ্রবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪টি ভেন্যুতে গুচ্ছের ‘বি’ ইউনিটের কলা অনুষদের পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। এতে আশেপাশের এলাকাগুলো নজরদারিতে রাখা হয়েছে।

এরআগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাবিপ্রবির কেন্দ্রে অংশ নিবেন ৮৩০ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।