ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবির অফিস কার্যক্রম চলবে নতুন নিয়মে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
রাবির অফিস কার্যক্রম চলবে নতুন নিয়মে

রাবি: পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস সময়সূচি। সরকার নির্ধারিত নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম।

বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে আগামী ২৮ আগস্ট (রোববার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুইদিন নির্ধারিত থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ পরিবর্তিত অফিসসূচির আওতা বহির্ভূত থাকবে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।