ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইমরান শাহরিয়ার সভাপতি এবং শিমুল মিত্রকে সাধারণ সম্পাদক করে আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২২-২৩ কার্যকারী পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মনিরুল ইসলাম, সহ-সম্পাদক পদে রয়েছেন মাহাজাবিন সওদা জাহান।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অর্থ সম্পাদক পদে ফয়সাল রাব্বি,সহ-অর্থ সম্পাদক পদে রিফাত মাহামুদ, সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যাশা সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ফাইজা মাহজাবিন দপ্তর সম্পাদক পদে আরিফা সুলতানা রিতু, সহ দপ্তর সম্পাদক পদে সাদিয়া সরওয়ার উল্লাস, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে সাদিয়া আফরিন সুমি,সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে শাবাব শাহরিয়ার অর্ক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইসরাত জাহান ঐশি,সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইলোরা রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে একরামুল হক অরণ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সজীব তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।