ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতে দিনব্যাপী শরতের পিঠা উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
খুবিতে দিনব্যাপী শরতের পিঠা উৎসব

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শরতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের হাদী চত্ত্বরে ‘শরৎ সান্বয়- ১৪২৯’ শীর্ষক দিনব্যাপী শরৎকালীন পিঠা উৎসবের ফিতা কেটে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এরপর তিনি একটি কেকও কাটেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ ’২০ ব্যাচের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসবে ভাজাপুলি, তালের বড়া, তালের পায়েস, বিস্কুট পিঠা, তালের রোলসহ প্রায় ২০ ধরনের শরতের পিঠার আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় এ সম্পর্কিত একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।