ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনুষ্ঠিত হলো ‘বোল্ড ট্রেইনারস মিট’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
অনুষ্ঠিত হলো ‘বোল্ড ট্রেইনারস মিট’

ঢাকা: দেশের প্রশিক্ষক, ফ্যাসিলিটেটর ও কোচদের জন্য সর্বোচ্চ প্ল্যাটফর্ম বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের (বোল্ড) একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) সহযোগিতায় ‘বোল্ড ট্রেইনারস মিট’ শীর্ষক এ আয়োজনটি করা হয়েছে।

 

এ বৈঠকটি শীর্ষস্থানীয় ও অন্যান্য লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এলঅ্যান্ডডি) পেশাদারদের একত্রিত করেছে। আলোচনাকালে বক্তারা বাংলাদেশে প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের বাজারকে আরও বড় করার ওপর জোর দেন।

বোল্ড ট্রাস্টি বোর্ডের সদস্যসহ ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীরা এই ইন্টারেক্টিভ, মজাদার নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দেন।  

অন্যান্যদের কিছু আলোচনার মধ্যে বোল্ড বেশকিছু ইভেন্ট এবং উদ্যোগের বিষয়ে শ্রোতাদের অবহিত করেছে। এরমধ্যে TEDx ফরম্যাটে বোল্ড টক, ট্রেনিং সার্টিফিকেশন, ভ্যাট বাতিলের ক্যাম্পেইন, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগকারী সংস্থাগুলোর জন্য HRD পুরস্কার ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।