ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জানান, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাদে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।