ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটিতে ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটিতে ইবি

ইবি (কুষ্টিয়া): সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।  

সোমবার (৩ অক্টোবর) থেকে শুরু হবে ছুটি, যা চলবে আগামী শনিবার (৮ অক্টোবর) পর্যন্ত।

 তবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও জরুরি সেবা।  

শনিবার (৮ অক্টোবর) থেকে যথারীতিভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

রোববার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।