ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে নতুন ৪ মাস্টার্স প্রোগ্রাম চালুর উদ্যোগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
রাবিতে নতুন ৪ মাস্টার্স প্রোগ্রাম চালুর উদ্যোগ

রাবি: চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন চার বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

এর ফলে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা জনসম্পদে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের তত্ত্বাবধায়নে খুব শিগগিরই এসব মাস্টার্স প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রোগ্রামগুলো- সাইবার সিকিউরিটি, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অব থিঙ্কস এবং ডাটা সাইন্স প্রোগ্রাম।

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনসম্পদ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। সেলক্ষ্য বাস্তবায়নে এ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন চারটি মাস্টার্স প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। ফলে দেশ ও জাতি পাবে দক্ষ জনসম্পদ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ