ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ শিক্ষাবৃত্তি পেলো ৭ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ শিক্ষাবৃত্তি পেলো ৭ শিক্ষার্থী

ঢাকা: টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সাতজন। এরা হলো- ঋতভিক জোয়ার্দার (ঢাকা), বিহান পাল (ঢাকা), আহনাফ আকিফ (ফরিদপুর), তাহসান রেজা রিদোয়ান (ময়মনসিংহ), লামিয়া ইসলাম রিমি (মুন্সিগঞ্জ), ফারজানা ইয়াসমিন রিমি (লক্ষ্মীপুর) এবং শাফকাত রাহমান (গাইবান্ধা)।

বিজয়ীরা সবাই ৫ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী। বিজয়ী হিসেবে তারা প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ট্রফি। সেসঙ্গে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচের এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া বাকি ফাইনালিস্টরা পেয়েছেন টেন মিনিট স্কুল 'অনলাইন ব্যাচ' এর ছয় মাসের ফ্রি সাবস্ক্রিপশন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রথম রাউন্ড থেকে সেরা ৮৪ জনকে নিয়ে গত ২৩ অক্টোবর টেন মিনিট স্কুল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ এর সেমিফাইনাল রাউন্ড।

প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে আসা সবাই পুরস্কার হিসেবে পায় মেডেল ও টেন মিনিট স্কুল ‘অনলাইন ব্যাচ’ এর তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন। এরপর সেমিফাইনালের ফলাফল অনুযায়ী ৫ম থেকে ১০ম শ্রেণির প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা চারজন করে মোট ২৮ জন পৌঁছে যায় ‘ক্লাসরুম জিনিয়াস’ এর গ্র্যান্ড ফিনালের গালা রাউন্ডে। প্রতিটি ক্লাসের জন্যে গালা রাউন্ডে ছিল ইন্ডিভিজ্যুয়াল রাউন্ড ও বাজার কুইজ রাউন্ড। সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে প্রতি ক্লাস থেকে একজন করে ক্লাসরুম জিনিয়াস নির্বাচিত হয় মোট সাতজন।

অনুষ্ঠানের মাস্টার অব দ্য সেরেমনি ছিলেন দেশের জনপ্রিয় সঞ্চালক ও টেন মিনিট স্কুলের ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি ডিভিশনের হেড রাফসান সাবাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক, সেলস ও মার্কেটিং ডিভিশনের হেড ইসনাদ শারাহবীল, হেড অব হিউম্যান রিসোর্সেস মুনজেরিন শহীদসহ প্রতিষ্ঠানটির মেধাবী কলাকুশলীরা।

আয়মান সাদিক জানান, অ্যাকাডেমিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিকে সহজ ও আনন্দের সঙ্গে দেশের সব শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং অ্যাপ টেন মিনিট স্কুল। বোর্ড পরীক্ষা ছাড়াও যে বোর্ড সিলেবাসভিত্তিক কোনো পরীক্ষার মতো প্রতিযোগিতা পুরো দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে এতটা সাড়া ফেলতে পারবে সেটা ‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ আয়োজন না করলে বোঝা যেতো না। সামনের দিনগুলোতেও পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতিকে সব শিক্ষার্থীদের জন্যে আনন্দের ও আরও সহজ করার লক্ষ্যে কাজ করবে টেন মিনিট স্কুল।

‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ দেশের সবচেয়ে বড় বোর্ড সিলেবাসভিত্তিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সারা দেশের ৬৪ জেলা থেকে ২১২টি স্কুলের ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ