ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে প্রি-ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
আইইউবিতে প্রি-ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাকা: আইইউবি ডিবেটিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে প্রি-ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা ২০২২।

তিনদিনের (১০-১২ নভেম্বর) এ প্রতিযোগিতা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

 

প্রি-ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতার ১৯তম এ আসরে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল।  

স্কুল-কলেজ পর্যায়ের বিতার্কিক দলগুলোর জন্য অন্যতম প্রধান একটি প্রতিযোগিতা এ প্রি-ওয়ার্ল্ডস। এ প্রতিযোগিতার বিজয়ী দল ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং কম্পিটিশন বা বিতর্ক বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। ৬০টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছানের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা বিতার্কিকরা ছয়টি প্রাথমিক রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ আয়োজনে সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্কিটো, ওয়েল ফুড, শাউট, সান ওয়াটার, স্যাভয়, ড্যান কেক ও ঢাকা প্রকাশ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।