ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পলিব্যাগে কেন সমাবর্তনের পোশাক, খতিয়ে দেখা হচ্ছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
পলিব্যাগে কেন সমাবর্তনের পোশাক, খতিয়ে দেখা হচ্ছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পলিব্যাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের পোশাক বিতরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সমাবর্তনের ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য বলেন, আমরা জানতে পেরেছি কস্টিউম বিতরণের সময় নির্ধারিত দুটি বুথে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বাকি বুথগুলোতে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিথিনের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আমাদের নজরে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে তা বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সমাবর্তনে অংশগ্রহণকারীদের উপহার সরবরাহকালে এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে শিক্ষার্থীরা এর সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসকেবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।