ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির শূন্য পাঁচ আসনে ভোট ১ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বিএনপির শূন্য পাঁচ আসনে ভোট ১ ফেব্রুয়ারি

ঢাকা: বিএনপির সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করায় শূন্য হওয়া পাঁচ আসনের উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া পাঁচ (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করেন স্পিকার। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। একটি সংরক্ষিত আসন বিধায় সেটির নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে ইসি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।