ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
রসিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে: সিইসি ভোটকেন্দ্র মনিটরিং করছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্যরা।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক।

সিসি টিভির মাধ্যমে আমরা মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল মাধ্যম, প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা সঠিকতা নিশ্চিত করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি।  আপনারা আরও অপেক্ষা করুন। পরে আরও তথ্য জানতে পারবেন। দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।

সিইসি বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানবো। আশা করি, শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর ভোট গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।

তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির বিষয়টি আপেক্ষিক। শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করবো। এখন ধীরগতি হতে পারে, কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারে নাই, তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করবো।

রসিক নির্বাচনে ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করছে ইসি। সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।