ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যালটের চেয়ে স্লো (ধীর গতির)। এছাড়া ভোটার উপস্থিতিও বেশি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অফিসিয়াল ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে চারটার পরপর তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।
তিনি বলেন, তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা-আটটা হতে পারে। চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে বলে অনুমান করছি।
ধীরগতি দুটি কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ইইউডি/এসআইএস