ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাথুলি ইউনিয়নে জিনারুল ইসলাম মেম্বর নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
কাথুলি ইউনিয়নে জিনারুল ইসলাম মেম্বর নির্বাচিত জিনারুল ইসলাম

মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) উপ-নির্বাচনে ১ হাজার ৩৪০ ভোট পেয়ে জিনারুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেম্বর সাহারুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৮৯৪ ভোট।



এছাড়া অপর প্রার্থী সাবেক মেম্বর মহব্বত আলী (তালা প্রতীকে) ভোট পেয়েছেন ২৬৫ ও রকিবুল ইসলাম (মোরগ প্রতীক) পেয়েছেন মাত্র ২৫ ভোট।
ওয়ার্ডটিতে ৩ হাজার ৫৮৭ ভোটারের মধ্যে উপ-নির্বাচনে ২ হাজার ৫২৪ ভোট পোল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপ-নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান কল্লোল আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

কাথুলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আবু হানিফ চলতি বছরের ২৬ সেপ্টেম্বর স্ট্রোকজনিত কারণে মারা গেলে শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ভোটের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মেম্বর জিনারুল ইসলামের কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।