ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাঘায় নৌকাকে পরাস্ত করে বিদ্রোহী প্রার্থীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বাঘায় নৌকাকে পরাস্ত করে বিদ্রোহী প্রার্থীর জয়

রাজশাহী: রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫ হাজার ৮৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী।

পৌরসভার ১১টি কেন্দ্রের ফলাফলে আক্কাছ আলী ‘জগ’ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে রির্টানিং অফিসার আবুল হোসেন।

ঘোষিত ফলাফলে অপর মেয়র প্রার্থী বিএনপির স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন ‘কম্পিউটার’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৩ ভোট, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৫ ভোট। আর দলবিহীন স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস ‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ২৪ হাজার ১১০। বাতিল ভোটের সংখ্যা ৪৫। মোট ভোটার ছিল ৩১ হাজার ৬৬৯ জন। এই পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৯০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময় শেষ হলেও বেশ কয়েকটি কেন্দ্রে সন্ধ্যার পরেও অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করতে দেখা গেছে।

রাহশাহীর বাঘা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন বলেন, ধীরগতির কারণে এই বিষয়টা হয়। সেখানে একজন ভোটার তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। এছাড়া অনেকে এবারই প্রথমবার ইভিএমে ভোট দেন। এসব কারণে কিছুটা সময় লেগেছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএস/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।