ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বোদা পৌরসভায় নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বোদা পৌরসভায় নৌকার জয়

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আজাহার আলী ছয় হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৫৯৭ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বোদা উপজেলার পরিষদ হলরুমে বোদা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন এই ফল ঘোষণা করেন।  

এদিন সকাল সাড়ে ৮টা থেকে শীত উপেক্ষা করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই সময়ে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।