ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত আরমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত আরমান

রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন শাহাজাদা আরমান।  

তিনি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে এই ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনঃনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।  

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

এতে ঠেলাগাড়ি প্রতীকে শাহাজাদা আরমান পেয়েছেন ৪ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রোববার পুনরায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭টি কেন্দ্রের ৪৪টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।  

এ ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ৫৪ দশমিক ৮৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।