ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিপিবিসহ বিএনপি মিত্রদের এবার আলোচনার আমন্ত্রণ জানালো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
সিপিবিসহ বিএনপি মিত্রদের এবার আলোচনার আমন্ত্রণ জানালো ইসি

ঢাকা: আলোচনায় বসতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আমন্ত্রণ বিএনপি প্রত্যাখান করার পরের দিন দলটির সমমনা আটটি দলকে এবার আমন্ত্রণ জানালো নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।  

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক, মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনানুষ্ঠানিক আলোচনার বসার জন্য আধা সরকারি পত্র দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে ইসির সে আহ্বান প্রত্যাখান করে বিএনপি। তবে বিএনপির মহাসচিবের কাছে লিখিত চিঠির জবাব লিখিত আকারেই প্রত্যাশা করেন সিইসি।

অনানুষ্ঠানিক আলোচনার জন্য যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আগে বিএনপির মতোই ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।

আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩ 
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।