ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
খুলনায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১ মে) দুপুর ১২টায় খুলনা নূরনগর নির্বাচন অফিস কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে খুলনা নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহকারী সমন্বয়কারী আবু মো. গালিব, সহকারী মিডিয়া সমন্বয়কারী মো. মিরাজ আল সাদি, ছাত্র নেতা মো. ফয়সাল হোসেন।

এর আগে রোববার (৩০ এপ্রিল) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল গফ্ফার বিশ্বাস। তার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল। প্রার্থীর রাজনৈতিক দলের ছকে জাতীয় পার্টি উল্লেখ করা হয়েছে।

এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসএম শফিকুর রহমান। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০১, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ

Veet