ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পদত্যাগ করেছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মে ২১, ২০২৩
পদত্যাগ করেছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন  এএইচএম খায়রুজ্জামান লিটন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ থেকে রোববার (২১ মে) বিকেলে পদত্যাগ করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

নতুন নির্বাচিত মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত তার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিনের ওপর।

 

আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।  

রোববার রাতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের জনসংযোগ কমিটির অন্যতম সদস্য আহসানুল হক পিন্টু নিয়ম মেনে রাসিকের মেয়র রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তাদের প্রার্থী। আগামীকাল সোমবার (২২ মে) আঞ্চলিক নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতীক বরাদ্দের পর তারা আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামানের পক্ষে প্রচারণা শুরু করবেন বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।