ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাসিক ভোট: প্রচার শেষ মঙ্গলবার মধ্যরাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
গাসিক ভোট: প্রচার শেষ মঙ্গলবার মধ্যরাতে

ঢাকা: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের প্রচার শেষ মঙ্গলবার (২৩মে) রাত ১২টায়। এরপর কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে। গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৫ মে সকাল ৮টায়। এই হিসেবে প্রচার বন্ধ করতে হবে মঙ্গলবার রাত ১২টায়।

নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থী আচরণ বিধি না মানলে বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২২, ২০২৩
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।