ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি নির্বাচন: দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
গাজীপুর সিটি নির্বাচন: দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে।

শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বাংলানিউজ টিমের পাঠানো প্রতিবেদন:

কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট নিশাত বিজয় জানিয়েছেন, সকাল ৮টা থেকেই এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।  

এ কেন্দ্রে ভোটার লাইনে অপেক্ষমান ভোটার চা বিক্রেতা সবুজ হোসেন বলেন, সকাল সকাল ভোট দিয়ে দোকান খুলবো, তাই তাড়াতাড়ি আইয়্যা(এসে) পড়লাম ভোট দিতে। ভালোই দেখতেছি ভোটের অবস্থা।  

টঙ্গী সরকারি হাসপাতালের পুরাতন ভবন কেন্দ্র থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ইফাত শরীফ জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। কেউ কেউ সকালেই কেন্দ্রে এসেছেন ভোটের লাইনে দাঁড়াতে। ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তবে সকালে ভোটকেন্দ্রে আসা বেশিরভাগ ভোটারই বয়স্ক।  

টঙ্গী থানার পেছনে থাকেন মো নাসির মিয়া (৬০) ফজরের নামাজ পড়ে ভোরে টঙ্গী সরকারি হাসপাতালের পুরাতন ভবন কেন্দ্রে এসে ভোট দেবার জন্য সিরিয়ালে দাঁড়ান। এই বয়সেও খুব উৎসাহের সঙ্গে ভোট দিতে এসেছেন। তার আশা এমন একজন নগর পিতা যিনি নগরীকে যানজটমুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত রাখতে পারবেন। এছাড়া তার তেমন কোনো আশা নেই। ভোট কেমন হবে আশা করছেন জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ভোট আল্লাহর রহমতে ভালোই হবে।  

গাজীপুর সিটির নির্বাচনে ভোটার সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটির নির্বাচনে ভোটার সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীর সংখ্যা: গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজমত উল্লা খান ভোট দেবেন টঙ্গী বাজারের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে।

এ কেন্দ্র থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৬ মিনিটে ভোট গ্রহণ শুরু করা হয়।  

৫৭ নস্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন তৈরি হয়েছে। সবাই স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থী হলেন হলেন- নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. আজমত উল্লা খান, লাঙল প্রতীকে জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ।
 
এছাড়াও স্বতন্ত্র থেকে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এনবি/ইএসএস/এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।