ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি নির্বাচন

আজমত উল্লার কেন্দ্রে শুরুতেই ইভিএমে ত্রুটি, ভোটারদের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আজমত উল্লার কেন্দ্রে শুরুতেই ইভিএমে ত্রুটি, ভোটারদের ক্ষোভ ছবি: বাংলানিউজ

গাজীপুর থেকে: গাজীপুর সিটির ৪৮০টি ভোট কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান।

তবে সকাল ৮টা ৬ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়।  

দুই একজন ভোটার ভোট দেওয়ার পরপরই কেন্দ্রের ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন সাধারণ ভোটাররা।  

বৃহস্পতিবার (২৫ মে) ভোটগ্রহণ শুরুর পরপরই ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ছিল। এতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের চাপ বাড়তে থাকে। সৃষ্টি হয় ভোগান্তি৷ টঙ্গীর দারুস সালাম মাদরাসা ভোট কেন্দ্রের ১ ও ২ নম্বর বুথে এই সমস্যা দেখা দেয়।  

ইভিএম মেশিন নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গীর দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, সকালে ইভিএম মেশিনে ভোট সংগ্রহ শুরু হয়। একপর্যায়ে ভোটারের পায়ে লেগে মেশিন মাটিতে পড়ে যায়। এতে মেশিন আর কাজ করছিল না। তাই একটু সময় নিয়ে মেশিন বন্ধ করে পুনরায় চালু করা হয়। এতে সময় লাগছে।  

টঙ্গীর দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রের ভেতরে জায়গা একেবারেই সংকীর্ণ। কেন্দ্রের রুমগুলো ছোট ছোট।  

কেন্দ্রে ভোট দিতে আসা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, সকাল ৭টায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। ভোট শুরুর পরপরই ইভিএম ত্রুটি দেখা দিয়েছে।  

তিনি বলেন, ভোট কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিয়ে শঙ্কায় ভুগছি। শেষ পর্যন্ত ভোট দিতে পারবো কিনা জানি না।  

এদিকে নতুন এ পদ্ধতি নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও  শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি অনেক ভোটার। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সকাল ৯টায় টঙ্গীর দারুস সালাম মাদরাসায় ভোট দেবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। সাড়ে ৯টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে নিয়ে জয়দেবপুরের কানাইয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার কথা রয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকাল থেকেই তৎপর দেখা গেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। গাজীপুর সিটি নির্বাচনে এবার মোট আটজন মেয়র প্রার্থী প্রতিন্দীতা করছন। ৫৭টি ওয়ার্ডের বিপরীতে কাউন্সির প্রার্থী রয়েছে ২৪৬ জন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।