বরিশাল: জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, আমি নির্বাচিত হলে বরিশালকে আইটি সিটি হিসেবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বরিশাল নগরের অমৃত লাল দে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এর আগে মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বরিশাল নগরের জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করবেন বলে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএস/আরবি