ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন

নির্বাচনী পরিবেশ চমৎকার: নৌকাপ্রার্থী খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
নির্বাচনী পরিবেশ চমৎকার: নৌকাপ্রার্থী খোকন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ চমৎকার। ভোট ভালো হচ্ছে।

এভাবে ভোট চললে আমরা জয়যুক্ত হবো।

সোমবার (১২ জুন) সকাল সোয়া ১০টার দিকে নগরের কালিবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তোলা অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি কী বলবো। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। তারাই এগুলো পর্যবেক্ষণ করবে। তবে আমার কোনো অভিযোগ নেই।

ভোটার উপস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।