ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন

সিটি নির্বাচনের ভোট ভালো হচ্ছে: অতিরিক্ত সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সিটি নির্বাচনের ভোট ভালো হচ্ছে: অতিরিক্ত সচিব

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ভালো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সিসি ক্যামেরা মনিটরিং কক্ষে তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে ১১ শতাংশ আবার কোনো কেন্দ্রে সর্বোচ্চ ২৫ শতাংশ ভোট পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুন্দর পরিবেশে সবাই ভোট দিচ্ছে।

সচিব বলেন, হাতপাখা প্রতীকের প্রার্থী দুটি কেন্দ্রের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা সংশ্লিষ্টদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রর ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছি। তেমন অপ্রীতিকর কিছুই খুঁজে পাইনি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।