রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দুদিন আগে থেকে মহানগরীর কোনো মেসে বহিরাগত থাকতে পারবেন না। রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১২ জুন) বিকেলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এ চিঠি মেস মালিকদের কাছে পাঠানো হয়েছে। আর তার একটি কপি গণমাধ্যমেও পাঠানো হয়েছে।
মেস মালিক সমিতির ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। তাই ১৯ থেকে ২১ জুন বসবাসকারী শিক্ষার্থীরা মেসে থাকতে পারবেন। তবে এ সময় কোনো বহিরাগত অতিথি মেসে থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে মেস মালিকদের সমিতি অনুরোধ করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএস/আরবি