ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

১ জানুয়ারির পর বয়স ১৮ হলেও ভোট দেওয়া যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
১ জানুয়ারির পর বয়স ১৮ হলেও ভোট দেওয়া যাবে না

ঢাকা: যারা গত হালনাগাদের সময় ১৮ বছর পূর্ণ করলেও ভোটার হতে পারেননি, তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারির পর যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ২৩তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ আমরা তার আগের সময়ের ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা ২৩ সালের ২ মার্চ তালিকা প্রকাশ করেছি। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সেহেতু এই মধ্যবর্তী সময়ে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, কিন্তু বাদ পড়েছেন, তারা চাইলে ভোটার হতে পারবেন বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

তিনি বলেন, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ওই আইন অনুযায়ী, যারা ভোটার হওয়ার যোগ্য ছিলেন, তারা ভোটার হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে যদি কেউ ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাহলে ওই ১৪ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে।

এক প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল, তারাই ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। ওই সময় যারা বাদ পড়েছিলেন তারা আবেদন করতে পারবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের আইন অনুযায়ী, ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সিঙ্গেল এন্ট্রি রয়েছে। অর্থাৎ বছরে একবার। প্রতি বছর ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হতে হয়। ভারতে চারবার হওয়া যায়। তাই আমরা গত বছর তিন বছরের তথ্য নিলেও যারা ১ জানুয়ারি ২০২৩ সালে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই কেবল সংসদ নির্বাচনের ভোটার হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।