ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি সার্ভার থেকে এবার তথ্য নেবে জননিরাপত্তা বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
এনআইডি সার্ভার থেকে এবার তথ্য নেবে জননিরাপত্তা বিভাগ

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার থেকে এবার তথ্য যাচাই করে নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আগামী সোমবার (২ অক্টোবর) জননিরাপত্তা বিভাগ ইসির সঙ্গে একটি চুক্তি করবে।

এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধতা ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন জানিয়েছেন, আগামী সোমবার বিকেল ৩টায় নির্বাচন ভবনে নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত নিতে জননিরাপত্তা বিভাগ ইসির সঙ্গে চুক্তি করবে।

এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তার সঙ্গে এনআইডি অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এনআইডি সার্ভার থেকে নাগরিকের তথ্য যাচাইয়ে ইতোপূর্বে সরকারি-বেসরকারি ১৭৪টি প্রতিষ্ঠান চুক্তি করেছে। এদের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়।

নির্বাচন কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন পরিশোধ করে নিবন্ধন নিতে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। এরপর প্রতিটি এনআইডি যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানকে দুই টাকা ও বেসরকারি প্রতিষ্ঠানকে পাঁচ টাকা দিতে হয় ইসিকে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ