ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাতীয় নির্বাচন

৩০ হাজার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
৩০ হাজার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০ হাজার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ৭ সেপ্টেম্বর এক নির্দেশনায় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে বাদ পড়া নাগরিকদের ভোটার হওয়ার এবং ভোটার এলাকা স্থানান্তরে ইচ্ছুকদের এলাকা পরিবর্তনের সুযোগ দেয় নির্বাচন কমিশন।

কর্মস্থল বা পড়াশোনার কারণে অনেকেই বর্তমান ঠিকানায় ভোটার হন। ফলে তারা নিজের এলাকার প্রতিনিধি বাছাইয়ে সুযোগ পান না। তাই এই সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

আগামী ২ নভেম্বর আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এর পর পরই তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে সংস্থাটি।

সর্বশেষ হালনাহাদ অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। তবে নতুন ভোটার যোগ হওয়ায় এই সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।