ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেশি পর্যবেক্ষক: টিকল আরও একটি, ১৪৯ নতুন আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
দেশি পর্যবেক্ষক: টিকল আরও একটি, ১৪৯ নতুন আবেদন

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপিল নিষ্পত্তির পর আরও একটি দেশি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল। এ নিয়ে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৬৭টি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য ভোট পর্যবেক্ষণে সংস্থাগুলোকে নিবন্ধন দিয়ে থাকে। এবার নিবন্ধন নিতে আবেদন আহ্বান করার পর মোট ২০১০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে ৬৮টিকে বাছাইয়ে রেখে আপত্তি আহ্বান করে ইসি।

এতে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন ও রূপনগর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন (রিহাফ) নামে সংস্থা দুটির বিরুদ্ধে অন্যের নাম ব্যবহারের আপত্তি আসে। ফলে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দিয়ে ওই দুটি সংস্থাকে নাম পরিবর্তনের জন্য বলে নির্বাচন কমিশন।

মানিকগঞ্জের হিউম্যান রাইটস ওয়াচ কমিশন নাম পরিবর্তন করে মুভমেন্ট ফর সোশ্যাল জাস্টিস রাখায় সংস্থাটিকে নিবন্ধন দেয় ইসি। আর ঢাকার রূপনগর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন (রিহাফ) বাদ পড়ে।

* ৬৬ দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

এদিকে ২০১৮ সালের তুলনায় এবার পর্যবেক্ষক সংস্থা অর্ধেকে নেমে আসায় সম্প্রতি দ্বিতীয়বার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এতে ১৪৯টি সংস্থা আবেদন করে। এদের মধ্যে প্রথমবার আবেদন করে যেসব সংস্থা বাদ পড়েছিল, তাদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।

কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের প্রাথমিক বাছাইয়ের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।