ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: মনোনয়নপত্র ছাপাতে ৫ সদস্যের কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
সংসদ নির্বাচন: মনোনয়নপত্র ছাপাতে ৫ সদস্যের কমিটি গঠন নির্বাচন কমিশন ভবন

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য মনোনয়নপত্র ছাপাতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি মুদ্রণ সংক্রান্ত অন্যান্য কার্যাবলীও যাচাই-বাছাই করবে।

ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খান সোমবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

কমিটির সদস্যরা হলেন- ইসির উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও নির্বাচন কর্মকর্তা জেবুন নাহার।

অফিস আদেশে বলা হয়েছে, এ কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের আগে যাচাই-বাছাই ও প্রুফ দেখবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ

Veet