ঢাকা: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে।
নির্বাচন কমিশনের সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসসমূহ চালু থাকবে। অর্থাৎ ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা।
এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ইইউডি/এমজেএফ